এক নজরে কক্সবাজার

এক নজরে কক্সবাজার

You are currently viewing এক নজরে কক্সবাজার
coxs bazar at a glance

কক্সবাজার নামটির সাথে আমরা সবাই পরিচিত। চলুন আজ জেনে নেই এই কক্সবাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পালঙ্কী নামটির সাথে আমরা অনেকেই পরিচিত নই। এটি হচ্ছে কক্সবাজারের প্রাচীন নাম। এই কক্সবাজারের আরেকটি নাম ছিল প্যানোয়া। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কোন এক সময় এই হলুদ ফুলের মতোই ঝকঝক করতো কক্সবাজার ও তার আশপাশের এলাকাগুলো।

১৭৯৯ খ্রিস্টাব্দে ইংরেজ অফিসার ক্যাপ্টেন ইরাম কক্স এখানে একটি বাজার স্থাপন করেন যার নাম রাখা হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার নামের উৎপত্তি মূলত এই কক্স সাহেবের বাজার থেকেই।

কক্সবাজার দক্ষিণ-পূর্ব বাংলাদেশের একটি শহর, মাছ ধরার বন্দর, পর্যটন কেন্দ্র এবং জেলা সদর। এটি বেশিরভাগই তার দীর্ঘ প্রাকৃতিক বালুকাময় সৈকতের জন্য বিখ্যাত এবং এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের জন্য কুখ্যাত। কক্সবাজার জেলাটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কক্সবাজারের উত্তরে রয়েছে চট্টগ্রাম, পূর্বে রয়েছে বান্দরবন ও মিয়ানমার, পশ্চিম ও দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। কক্সবাজারটি ২৪৯১.৮৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে।

নদনদীঃ

কক্সবাজারে রয়েছে বেশ কিছু নদনদী যার মধ্যে মাতামুহুরী, বাকখালি, রেজু, কোহালিয়া ও নাফ নদী অন্যতম।

দ্বীপঃ

কক্সবাজার জেলায় বেশ কিছু দ্বীপ রয়েছে যার মধ্যে বেশ আকর্ষণীয় দ্বীপগুলো হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরীর দ্বীপ, ছেঁড়া দ্বীপ, ও সেন্টমার্টিন।

কক্সবাজারের বিশাল সোনালী বালির বীচ, সাগরের নীল পানি, সুউচ্চ পাহাড়, রঙিন প্যাগোডা, বুদ্ধমন্দির, উপজাতিদের আবাসস্থল সহ দৃষ্টিনন্দন আরো অনেক কিছু। এই সবকিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর লীলাভূমি এই কক্সবাজার।

দেশের যে কোন প্রান্ত থেকেই খুব সহজেই আপনি কক্সবাজার পৌঁছে যেতে পারবেন। কক্সবাজারে থাকার জন্য রয়েছে ছোট বড় নামিদামি বিভিন্ন রকমের হোটেল।

Leave a Reply